
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে চাঁদা না দেওয়ায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে দুই পা ও হাত রক্তাক্ত জখম হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই বৃদ্ধ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খড়িবাড়িয়া গ্রামের মাঠে সিরাজুল পেঁয়াজের জমিতে কাজ করছিল। এ সময় দুর্বৃত্তরা তার উপর হামলা করে ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে হামলার শিকার সিরাজুল ইসলাম জানান, খড়িবাড়িয়া গ্রামরে মুকুল মাস্টারের লোকজন আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি গরীব মানুষ দিতে পারিনি। এর আগেও তারা দুই দুইবার রাতে আমার বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর করেছে। আমি মঙ্গলবার দুপুরে মাঠে গেলে মাঠের মধ্যেই নাঈম, রাজন, আজিজুল, নাজমুল, সোহান, তুহিন, শাহীনসহ ২০ থেকে ২৫ জন আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে। হামলায় আমার দুই পা ভেঙে গেছে।
এ বিষয়ে মোবাইল ফোনে ইউপি সদস্য আব্দুল মজিদ মোল্যা জানান, গ্রামে যা ঘটছে, আসলে এগুলো ঠিক না। একজন বয়স্ক ব্যক্তিকে এভাবে মারা ঠিক হয়নি।
মুকুল মাস্টার বলেন, বিষয়টি জানতাম না। পরে শুনলাম। যারা এ ঘটনা ঘটিয়েছে, আমি তাদের সাবধান করেছি। গ্রামে শান্তি ফেরাতে আপ্রান চেষ্টা করছি। কিছু ছেলেপেলে এ কাজটা করছে, যারাই করুক কাজটা ঠিক করেনি।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে গিয়েছিল। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :