• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে কৃষকদের পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১০:৩০ অপরাহ্ন / ৬৭
মাগুরার শ্রীপুরে কৃষকদের পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দিনব্যাপী প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচকগণ কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।