• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে আইনজীবী ও কৃষকলীগের সভাপতির বাড়ি ভাঙচুর, জোরপূর্বক জমি দখলের অভিযোগ 


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন / ৪২
মাগুরার শ্রীপুরে আইনজীবী ও কৃষকলীগের সভাপতির বাড়ি ভাঙচুর, জোরপূর্বক জমি দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর, মাগুরাঃ সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের ঢাকা হাইকোর্টের আইনজীবী এ্যাড. খান কামাল হোসেন ও তারই বড় ভাই দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলাউদ্দিনের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় দুষ্কৃতকারীরা তাদের বসতবাড়ির ২৪ শতক জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই পরিবারের অভিযোগ, প্রতিবেশী পিকুল শেখ আমাদের ২৪ শতক জমি জোরপূর্বক দখল করে বসবাস করছিল। বিজ্ঞ আদালতের মাধ্যমে আমাদের জমি আমরাই পায়। সরকার পতনের পর ৮ আগস্ট পিকুল, জিয়া, মুক্ত, আনিচ, রউফ, পলাশসহ ১৫ থেকে ২০ জন আমাদের বাড়িঘর ভাঙচুর করে। জমিতে থাকা সবজি গাছ কেটে দেয়৷ টিনের বেড়া তুলে দিয়ে সেখানে জোরপূর্বক ঘর তুলে নিয়েছে। এ সময় দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিনের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে তার প্রতিবেশী আলীসহ তার পরিবারের লোকজন। এ সময় তার বসতবাড়িতে ভাঙচুর করা হয়।

হামলার বিষয়টি পুলিশে অবহিত করা হলেও পুলিশের কর্মবিরতি চলার কারণে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে তারা হতাশায় ভুগছেন।