নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার একটি পুরনো হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পক্ষের লোকজনকে নানা ভাবে হয়রানি করছে আসামীপক্ষের লোকজন।
সরেজমিন গোয়ালপাড়া গ্রামে গিয়ে মামলার বাদী আজিজার রহমান মোল্যা’র সাথে কথা বললে তিনি সাংবাদিকদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।
আজিজার রহমান মোল্যা জানান, ২০০৬ সালে এ গ্রামের নায়েব হত্যা মামলাটি এখন একেবারে শেষ পর্যায়ে। আসামীদের শাস্তি অনিবার্য বিবেচনা করে তারা আমাদের সঙ্গে নানাভাবে গোলমাল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কয়েকদিন ধরেই তারা আমাদের লোকজনকে মারধর, বাড়ী ও দোকান ভাঙচুরসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সকালে আক্তার, আফাঙ্গীর, আকমাল, জাকিরসহ কয়েকজন গোয়ালপাড়া ক্যানালের পাশে হাসানের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা দোকানে থাকা ৩২ ইঞ্চি এলইডি টিভি ভেঙ্গে ফেলে এবং হাসানের স্ত্রী শাহানাজকে মারধর করে দোকানের কৌটার মধ্যে রাখা ২৮ হাজার টাকা নিয়ে যায়। পরে তারা আবুলের বাড়ী ঘর ভাঙচুর করে। সেই সঙ্গে মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়। গ্রামের নারী ও শিশুরা আতঙ্কে রয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোয়ালপাড়া গ্রামের দু’টি সামাজিক দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে বড় ধরনের হাঙ্গামার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, উভয় পক্ষের লোকজনই গোলমালপ্রিয়, পরিস্থিতি শান্ত রাখতে যেকোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছি।