কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ও সকাল ৯ টায় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্বে ও সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির (জয় বাংলা পুকুর পাড়) শহীদ স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের পক্ষে পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধাগণ, পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চুর নেতৃত্বে সকল উপজেলা পরিষদ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসানের নেতৃত্বে গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ এলজিইডি’র পক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে এলজিইডি বিভাগ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের পক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালক পক্ষে নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে জেলা শিক্ষা অধিদপ্তর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদের নেতৃত্বে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, জেলা আইডিইবি’র সভাপতি বিএম ইছানুল কবির ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খানের নেতৃত্বে আইডিইবির অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ জাতির সূর্যের সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ প্রশাসন ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। পরে শেখ কামাল স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও রং বেরঙের বেলুন উড়িয়ে দেন। এরপর তারা বিভিন্ন বাহিনীর দেওয়া সালাম গ্রহণ করেন এবং মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন। পরে তারা বিজয়ীদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :