• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন / ৫১
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগ।

২১ ফেব্রুয়ারি দিবসের সূচনায় ভোর ৭ টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানের নেতৃত্বে জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাত ফেরী নিয়ে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ জহির উদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মোঃ এনায়েত হোসেন, সিনিয়র সহকারী জজ (সদর) মেহেদী হাসান, সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম সহ জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আদালত প্রাঙ্গণে ফিরে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমান প্রভাত ফেরীতে অংশ নেওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দিবসটির তাৎপর্য তুলে সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।