নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজধানীর শাজাহানপুর মাহবুব আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভাটি সঞ্চালনা করেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান আকন্দ।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এমএএফ সুমন প্রচার সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পাভেল কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান ,রেলওয়ে শ্রমিক লীগের ঢাকা চার শাখার নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাচ্চু স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা ইসমেত জামিল লাভলু আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক নূরে নবী ভূইয়া রাজু শাজাহানপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বিএম ফরহাদ অংকুর, ঢাকা দক্ষিণ ১১নং সাবেক ওয়ার্ড কাউন্সিল হামিদুর রহমান শামিম, ১২নং ওয়ার্ড কাউন্সিল মামুন অর রশিদ শুভ্র, ২নং ওয়ার্ড কাউন্সিল আনিসুর রহমান সরকার, মহিলা কাউন্সিল ফারহানা ডলি, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
শাহজাহানপুর থানার আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :