• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অদ্যাবধি ৭,৪৪৫ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২১, ১০:৪০ অপরাহ্ন / ২১১
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অদ্যাবধি ৭,৪৪৫ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা:ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ৩১২টি-সহ অদ্যাবধি সর্বমোট ৭,৪৪৫ (সাত হাজার চারশত পঁয়তাল্লিশ) সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

মমেক হাসপাতালে আগামীকাল (১৭ আগস্ট) সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।