• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অদ্যাবধি ৪,৯৫৯ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২১, ৮:৩৮ অপরাহ্ন / ১৭৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অদ্যাবধি ৪,৯৫৯ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা:ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে আজ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ৪,৯৫৯ (চার হাজার নয়শত ঊনষাট) সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী গত ২২ জুলাই ২০২১ খ্রি. তারিখে মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এবং এরপর নিয়মিত তাঁর পক্ষ হতে হাসপাতালে সরবরাহের জন্য অক্সিজেন সিলিন্ডার রিফিল করা হচ্ছে। সে অনুযায়ী মমেক হাসপাতালে আগামীকাল (১০ আগস্ট) সরবরাহের জন্য আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।