• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

মধ্যনগর বন্যায় ক্ষতিগ্রস্থ চার ইউনিয়নের বানবাসীদের মাঝে ডি আই জি আঃবাতেনের দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ


প্রকাশের সময় : জুন ২২, ২০২২, ১১:৪৯ অপরাহ্ন / ১৩৬
মধ্যনগর বন্যায় ক্ষতিগ্রস্থ চার ইউনিয়নের বানবাসীদের মাঝে ডি আই জি আঃবাতেনের দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ

কুতুবউদ্দিন তালুকদারঃ সুনামগঞ্জের মধ্যনগর বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসীদের মাঝে ডি আই জি বাতেনের দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার উত্তর বংশিকুন্ডা, দক্ষিণ বংশিকুন্ডা, চামরদানী ও মধ্যনগর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং আশ্রয়কেন্দ্র গুলোতে, শুকনো খাবার ত্রাণ বিতরণ করেন, ডি আই জি বাতেনের নিজ উদ্যোগে, প্রতিনিধি হিসেবে উনার বড় ভাই আঃ রাজ্জাক ও ভাতিজা সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ। এরমাঝে ছিল ৫ কেজি চিরা,২ কেজি গুড়,১ কেজি টোস্ট বিস্কুট, উপজেলার ৪ ইউনিয়নে বিভিন্ন গ্রাম ও আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ ঐসব পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।