• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

মধ্যনগর থানার মানবিক ও সি’র’ ত্রাণ বিতরন


প্রকাশের সময় : জুন ২৯, ২০২২, ১০:২৬ অপরাহ্ন / ২৪৯
মধ্যনগর থানার মানবিক ও সি’র’ ত্রাণ বিতরন

কুতুবউদ্দিন তালুকদারঃ সুনামগঞ্জের মধ্যনগর থানার মানবিক ও সি জাহিদুল হক ত্রাণ দিচ্ছেন দিনমজুর টালির লেবার শ্রমিকদের মাঝে। বুধবার সাড়ে ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি বলেন বাজারের টালি শ্রমিক,লেবারদের দিকে অনেকেই নজর দেয়না, তাই আমি পর্যায় ক্রমে বাজারের সকল লেবার শ্রমিকদের সাধ্য মতো সহায়তা করে যাবো। জানা যায় বন্যা শুরু থেকে এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে, উর্ধ্বতন প্রশাসনিক সহযোগিতায় থানা চত্বরে নগত টাকা ও ত্রান সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।