এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির দ্বি বার্ষীক কাউন্সিলে সভাপতি পদে ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন আব্দুল কাইয়ুম মজনু। খুব শিগগিরই মধ্যনগর উপজেলার কাউন্সিলের তারিখ ঘোষণা করার ইংগিত দিয়েছে জেলা বিএনপির দায়িত্বরত নেতারা। এরিমধ্য পদের লড়াইয়ে রাজনীতির মাঠে দৌড়ঝাপ করছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। এতে এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও কাউন্সিল ভোটারদের সভাপতি পদের লড়াইয়ে জনমতে এগিয়ে রয়েছেন আব্দুল কাইয়ুম মজনু।
ইতিমধ্যেই উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এবং স্থানীয় সূত্রেও জানা গেছে, আব্দুল কাইয়ুম মজনু মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি পদে ভোটের লড়াইয়ে লড়ছেন।
মধ্যনগর চারটি ইউনিয়ন নিয়ে নবগঠিত উপজেলার বিএনপির কাউন্সিল আগামী কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরিমধ্য ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি গঠন করা সম্পন্ন হয়েছে। তারি ধারাবাহিকতায় মধ্যনগর উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে জমে উঠেছে নির্বাচন,ল শুরু হয়েছে পদপদবীর লড়াইয়ের যুদ্ধ।
এনিয়ে দলের নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনার ঝড়। সারা উপজেলা জুড়ে উঠেছে নির্বাচনী আলোচনার গুঞ্জন। এরিমধ্য মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে, বর্তমান সময়ে বিএনপির সভাপতি পদে দরকার উপজেলা তৃণমূল বিএনপির কান্ডারী, এবং তৃণমূলের নেতা-কর্মীদের বিশ্বস্ত জননেতা ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু তালুকদারকে । এলাকা ঘুরে দেখা গেছে, তিনি জনমতে ও ভোট জরিপে এবং জনপ্রিয়তায় অনেক এগিয়ে আছেন রাজনীতির মাঠে।
বিএনপির সভাপতি হিসেবে রাজনীতির নির্ভরযোগ্য পথনির্দেশক ত্যাগী ও কারানির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মজনু তালুকদার রয়েছে আলোচনার শীর্ষে। তৃণমূল নেতারা বলেন যে,সাধারণ মানুষের আস্থা ও নির্ভরযোগ্য নেতা হিসেবে একজন পরিচ্ছন্ন বিশুদ্ধ মানসিকতা নিয়ে দলের জন্য কাজ করে আসছেন তিনি। বিএনপির দুর্দিনেও রাজনৈতিক অবদানের দৃষ্টান্ত রেখে আসছেন তিনি।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুল কাইয়ুম মজনু'র পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পরিচয়। উনি জন্মগ্রহণ করেন মধ্যনগর সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। তার বাবা মধ্যনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন, এবং বার বার নির্বাচিত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদার এর বড় ছেলে তিনি। তার বাবা ন্যায় বিচারক হিসেবে এলাকায় ছিল অনেক সুনাম। এবং গুণী নেতা প্রয়াত আব্দুল লতিফ তালুকদার এর সুযোগ্য পূত্র আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, পারিবারিক সূত্র ধরে প্রথমে ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে,বিশুদ্ধ রাজনীতির চর্চা করে রাজনীতির মাঠে আগাতে থাকেন। পরে তিনি মধ্যনগর থানা -ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সাবেক সফল-সভাপতি, তারপর মধ্যনগর থানা -যুবদলের সাবেক সফল সভাপতি,পরে মধ্যনগর থানা -বিএনপির সাবেক সফল সাধারণ-সম্পাদক। এবং বর্তমানে মধ্যনগর উপজেলা -বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালীন সময়ে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।
তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দূরদিনের পরিক্ষিত ও কারা নির্যাতিত নেতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চায় এলাকাবাসী।
সভাপতি পদ প্রার্থী আব্দুল কাইয়ুম মজনু বলেন, ইতি মধ্যে দলীয় নির্দেশ অনুযায়ী আমরা সফল ভাবে ওয়ার্ড কমিটি ও চারটি ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করেছি। আমি রাজপথের জিয়ার আদর্শের সৈনিক, বারবার কাঁরা’ বরন করেছি। আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। মধ্যনগর উপজেলা বিএনপিকে হাইব্রিড মুক্ত, চাঁদা বাজ মুক্ত , দখল বাজ মুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত কমিটি গঠন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে মধ্যনগর উপজেলায় ধানের শীষের বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে কাজ করে যাচ্ছি। আমাকে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব দিলে দলকে সুসংগঠিত করবো। তাছাড়া মধ্যনগর উপজেলাকে একটি নতুন রূপে গড়ে তুলবো, এবং সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।