• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

মধ্যনগরে ঈদের আমেজ হারিয়ে গেছে দুর্যোগের কবলে কাপড় দোকানে বেচাকেনায় মন্দা ক্রেতার উপস্থিতি কম


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ১১:৫২ অপরাহ্ন / ১৩৩
মধ্যনগরে ঈদের আমেজ হারিয়ে গেছে দুর্যোগের কবলে কাপড় দোকানে বেচাকেনায় মন্দা ক্রেতার উপস্থিতি কম

কুতুবউদ্দিন তালুকদারঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বানভাসি মানুষের মাঝে ঈদের আমেজ দেখা যায়নি,ঈদ অতি নিকটে অথচ উৎসব মুখর আয়োজনের কোনো প্রস্তুতিই নেই মানুষের,হাওর বাসী দুর্গতদের ঈদের আমেজ হারিয়ে গেছে দুর্যোগের কবলে।প্রকৃতির কাছে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ এখন দিশেহারা, সামনে ঈদ কিন্তু, আনন্দ খুশি ভূলে গিয়ে ত্রাণের অপেক্ষায় দিন কাটাচ্ছে বানভাসি ক্ষুধার্ত মানুষ। পথ চেয়ে বসে আছে, কে নিয়ে আসবে ত্রাণ, কে বাড়াবে সাহায্যের হাত, এসব এলাকার মানুষ একের পর এক লাগাতার দুর্যোগের সাথে যুদ্ধ করে, হয়ে গেছে ক্লান্ত। এরপরেও ঈদের আনন্দ উপভোগ করতে কার না মন চায়, শিশুদের মন খুশি রাখতে কিছু কিছু অভিভাবকরা শুধুই কিনছে বাচ্চাদের কাপড়। কাপড়ের দোকানে আসলেও, কেনাকাটায় হারিয়ে গেছে আগ্রহ, এবারের ঈদে দোকানীরা ভালো বেচাকেনার আশা করলেও বৈরী আবহাওয়ার প্রতিকূলতার মুখোমুখি হয়ে, বৈশাখের ফসল হানী ও দফায় দফায় বন্যার কারণে কাপড় বিক্রি খুবই মন্দা, জানিয়েছে কাপড় ব্যবসায়ীরা।

কাপড়ের দোকানে ক্রেতার উপস্থিতিও খুবই কম,ঈদুল আযহা উপলক্ষে মানুষের মনে ঈদের আনন্দ থাকলেও প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে গেছে ঈদের আনন্দ। দেখা দিয়েছে দুর্ভিক্ষের হাহাকার, মানুষ পরেছে চরম বিপাকে, খাদ্যসঙ্কট এরাতে দিন কাটাচ্ছে দুশ্চিন্তায়, ঈদের খুশির আড়ালে লুকানো আছে বন্যার্ত মানুষের চোখে ভেজা পানিও জল। এ অবস্থায় এলাকাবাসীর মুখে হাসি ফুটাতে সরকারের আর্থিক সহায়তা খুবই জরুরি।