কুতুবউদ্দিন তালুকদারঃ সুনামগঞ্জের মধ্যনগর থানায় অতিরিক্ত ডি আই জি মিজানুর রহমান ১৩.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুনামগঞ্জ, মোঃ মিজানুর রহমান, বিপিএম, মহোদয় মধ্যনগর থানায় শুভ-আগমন করেন। বন্যার কারনে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গতদের মাঝে থানা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরন করেন। পরবর্তীতে থানা প্রাঙ্গনের সামনে সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে সকল অফিসার ও ফোর্সকে বন্যা পরবর্তী সময়ে চুরি ডাকাতি প্রতিরোধে কি করনীয় এবিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়াও ত্রান বিতরনের সময় আগত ব্যাক্তিদের সহিত সদাচরণ সহ বন্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।