সেলিম সম্রাট, লালমনিরহাটঃ লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেছেন, যতদিন বেঁচে থাকবো এলাকার উন্নয়নে কাজ করবো। তিনি আরো বলেন, ভোট আসলে অনেক গাছুয়া নেতার আনাগোনা শুরু হয়। ভোট শেষ হলে এদের আর দেখা যায় না। এদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
বুধবার সকালে ৬২ লক্ষ টাকা ব্যয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পূর্ব মধ্য গড্ডিমারী সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সম্প্রসারণ শ্রেণি কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ওসি শাহা আলম, উপজেলা প্রকৌশলী নজীর হোসেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম প্রমুখ।
উক্ত বিদ্যালয়ের সম্প্রসারণ শ্রেণি কক্ষের কার্যক্রম উদ্বোধন শেষে গড্ডিমারী ৭ নং ওয়ার্ডের সাদা ওস্তাদজীর মাজার যাওয়ার রাস্তায় ত্রানের ৯.১৫ মিটার দৈঘ্যের সেতু নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এলিজা বেগম, ঠিকাদার পারভেজ হোসেন, ইউপি সদস্যদের মধ্যে জাকির হোসেন ও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :