• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কেন, ব্যাখা দিল ইসি


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৩:২৩ অপরাহ্ন / ১৩৯
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কেন, ব্যাখা দিল ইসি

অনলাইন ডেস্ক: রোববার (২৩ অক্টোবর) ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশন নাগরিকদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে- এ ধরনের বক্তব্য মোটেও সঠিক নয়। এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধের পর ভোটকক্ষের গোপন বুথে সিসি ক্যামেরা বসিয়ে কে কাকে ভোট দিচ্ছে তা দেখা মানুষের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে অভিযোগ তোলা হয়। বিষয়টিকে নাগরিকদের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলেও আখ্যা দেয়া হয়।

এ প্রসঙ্গে ইসির ভাষ্য, গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনে ভোটকক্ষে ভোট প্রদানের সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশন ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেছিল। গোপন কক্ষে ভোটার কাকে ভোট দিলেন তা দেখার কোনো সুযোগ নেই। তবে গোপনকক্ষে ভোটারের সঙ্গে কেউ প্রবেশ করল কি না বা ভোটার ছাড়া অন্য কেউ প্রবেশ করল কি না, একইসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করল কি না, ভোট প্রদানের সময় কেউ উঁকি দিয়ে দেখে কি না বা পাশে দাঁড়িয়ে কোনো নির্দেশ প্রদান করল কিনা, তা দেখা যায়। ইভিএম-এ কিভাবে ভোট প্রদান করতে হয়, সে বিষয়ে ভোটার শিক্ষার জন্য প্রচারণা করা হয়েছে।একজন ভোটারকে ভোট প্রদানের জন্য গোপনকক্ষে প্রবেশের পূর্বেই সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাগণ ডামি ব্যালট ইউনিটে দেখিয়ে দেন কি ভাবে ভোট দিতে হবে। কাজেই ভোট কিভাবে দিতে হবে এটা দেখানোর জন্য ভোটারের সঙ্গে গোপনকক্ষে অন্য কারো প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানায় ইসি।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৩১(৭) ধারার কথা উল্লেখ করে ইসি জানায়, ভোটার দৃষ্টিপ্রতিবন্ধী বা কোনো সঙ্গীর সাহায্য ছাড়া ভোট প্রদান করতে পারবেন না- এমন হলে সে ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ওই ভোটারের পছন্দমতো ও বিশ্বস্ত ব্যক্তিকে তার ভোটপ্রদানে সাহায্য করার জন্য গোপন কক্ষে নিতে পারবেন। তার সাথে কোনভাবেই কোনো ভোটগ্রহণকারী কর্মকর্তা, এজেন্ট বা অন্য কেউ গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বিষয়টি খুবই স্পষ্ট, ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপনে কোনোক্রমেই ভোট প্রদানের গোপনীয়তা নষ্ট হয়নি।

নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের ভোট প্রদানের গোপনীয়তা রক্ষায় আইন অনুযায়ী সব ব্যবস্থাই গ্রহণ করে থাকে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে এমন বিভ্রান্তিকর বক্তব্য প্রদান না করে আইন অনুযায়ী যথাযথভাবে নির্বাচন পরিচালনায় সহায়তা করার জন্য নির্বাচন কমিশন সবার প্রতি আহ্বান জানাচ্ছে।