• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

ভুল পথে গ্রামে ইরানি দম্পতি : মারধর-ছিনতাই


প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন / ৩২
ভুল পথে গ্রামে ইরানি দম্পতি : মারধর-ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ বাংলাদেশের মানুষ সাধারণত বিদেশি পর্যটকদের দেখা পেলে একটু বেশি আনন্দিত হয়। ছবি বা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে রংপুরের তারাগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই চিরচেনা ভাবমূর্তিকে এক লজ্জাজনক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিজের অজান্তে ভুল পথে চলতে গিয়ে এক ইরানি দম্পতি স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তির হাতে নিগৃহীত হন। যেখানে অতিথি আপ্যায়নের বদলে তাঁরা হন ছিনতাই ও মারধরের শিকার।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে। ইরানি নাগরিক হোসেইন সেলিম রেজা (৬৪) ও তাঁর স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) ভাড়াকৃত একটি সাদা প্রাইভেটকার চালিয়ে গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করছিলেন। পথভ্রান্ত হয়ে তাঁরা ওই প্রত্যন্ত গ্রামে পৌঁছালে স্থানীয়দের কাছে সাহায্য চান। ভাষাগত দুর্বোধ্যতার সুযোগ নিয়ে গ্রামের কিছু লোভী ব্যক্তি তাঁদের সঙ্গে প্রতারণা করেন।

অভিযোগ অনুযায়ী, ওই দম্পতিকে মারধর করে তাঁদের কাছে থাকা ডলার, মোবাইল, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় তারা। তবে সময়মতো বিষয়টি পৌঁছে যায় তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে। ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইরানি দম্পতিকে উদ্ধার করে।

পরবর্তীতে সেনা সদস্যদের সহায়তায় অভিযুক্ত চারজন রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫), রাবেয়া বেগম (৪৫)—কে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ডলার, মোবাইল, হাতঘড়ি ও পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।