• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো শীক্ষার্থীর অংশগ্রহনে র‍্যালি অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ২:২৯ অপরাহ্ন / ২৫০
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো শীক্ষার্থীর অংশগ্রহনে র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালি করেছে মিরপুর আইডিয়াল স্কুল। বুধবার (২১ফেব্রুয়ারি) সকালে স্কুলের প্রধানশিক্ষক মো. কামরুল হাসান হিরণ ও পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

মিরপুর আইডিয়াল স্কুল থেকে শুরু হওয়া র‍্যালিটি মিরপুর ১১ নাম্বার বাংলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মো. নাসির উদ্দিন ও মঈনুল ইসলাম মাহফুজ।

শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছিলেন মিথুন, আল-আমিন, সোমা, লাকি, সালমা, সেতু, মমতা, তামান্না, রুবিনা, রুজিনা, রুমানা, শাহনাজ, সাবরিনা, হালিমা, নিপা, পলি, শাওনসহ র‍্যালিটিতে অংশ গ্রহণ করেন।