নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ ভাষার মাস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, মুন্সিগঞ্জ জেলা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ গতকাল সোমবার মুন্সিগঞ্জ জেলায় অনুষ্টিত হয়।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৭২তম ক্যাম্পেইন হিসাবে মুন্সিগঞ্জ জেলার চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন, আব্দুল্লাপুর প্রাঙ্গণে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০০ জন স্কুল শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে শুভ উদ্বোধন করেন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি ঢাকা বিভাগীয় সমন্বয়ক মোঃ এনামুল হাসিব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা আগামী দিনে আমাদের মতো স্বেচ্ছাসেবী মূলক কাজ করবেন মানুষের সেবা করবেন।
উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা বলেন, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগটা খুব প্রশংনীয়, এই বয়সে যখন অনেকে বিভিন্ন অপরাধ মূলক কাজ করে তাকে ঠিক সেই মূহুর্তে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর স্বেচ্ছাসেবীরা দেশ ও জাতির জন্য মহৎ কাজ করে যাচ্ছে।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ-সমন্বয়ক মাহামুদুল হাসান, মুন্সিগঞ্জ জেলা সমন্বয়ক- মাসুদ হোসেন ও মুন্সিগঞ্জ জেলার দায়িত্বশীল স্বেচ্ছাসেবী সহ মোট ১০ জন স্বেচ্ছাসেবী।
সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে মুন্সিগঞ্জে সংগঠনটির ৭২ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :