• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজম গ্রেপ্তার


প্রকাশের সময় : জুন ১০, ২০২৫, ১:১৪ অপরাহ্ন / ৩৭
ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শার্শা, যশোরঃ গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি কালবেলাকে বলেন, আগে থেকেই ইমিগ্রেশনে তথ্য আসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, তার নামে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তরের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।