আজিজুল ইসলাম, যশোরঃ ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দু পুরোহিতের কটুক্তি ও বিজেপি নেতার চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে যশোরের শার্শার রুদ্রপুর গ্রামের ৭ টি মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ করেছে মুসল্লীরা।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার রুদ্রপুরের ৭টি মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে জড়ো হয় মুসল্লীরা।
এ সময় বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমানগন বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর অপমান তারা কখনোই বরদাশত করবেন না। ইসলাম ধর্ম ও মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিজেপির নেতা ও হিন্দু পুরোহিতের অবমাননাকর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী হিন্দু পুরোহিত ও বিজেপি নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী তোলেন। এবং অবিলম্বে অপরাধিদেরকে গ্রেপ্তারের করে ফাঁসির দাবী জানান।
এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :