
এস.এম মজনুঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে গানে-গানে জন্মজয়ন্তী উদযাপন করেছে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় ভারটেক্স একাডেমি স্কুল এন্ড কলেজ “মুকুল ফৌজ শাখা
সোমবার ২৫শে বৈশাখ (৮ মে) ভারটেক্স একাডেমি স্কুল এন্ড কলেজের সংগীত বিভাগের শিক্ষক এস.এম মজনু”র পরিচালনায় ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনমুখী গানের মধ্য দিয়ে এ জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐ মহামানব আসে’ গানটি ঐকতানে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে একে একে মোট ১০টি জীবনমুখী গান করেন শিক্ষক শিক্ষার্থীরা। সর্বশেষ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মোঃ মানিক হোসাইন (স্যার) বলেন, বর্তমান সময়ে তরুণদের মাঝে রবীন্দ্রনাথকে ধারণের প্রবণতা কম। সংগীত শিক্ষকের এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে অনেক বড় পরিসরে ভারটেক্স একাডেমি স্কুল এন্ড কলেজে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মজয়ন্তী পালনের ইচ্ছে আছে আমাদের।
অনুষ্ঠানে উপধ্যক্ষ মোঃ হুমায়ন কবীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ এনামুল হক, মোঃ হাফিজুর রহমান,মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রাসেদুল ইসলাম, মোছাঃ সানজিদা আক্তার (শাবনুর) মোছাঃ তামান্না আক্তার (লিপি) এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :