
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে করে একের পর এক মারধর ও হামলায় কোনঠাসা অবস্থা ছোট ভাই কৃষক মোঃ সুলতান আহমদ মাদবরের। চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ সব ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন রুপ প্রতিকার পাওয়া যাচ্ছেনা বলেও রয়েছে বিস্তর অভিযোগ।
জেলার টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামে ঘটেছে এই ঘটনা। বর্তমানে ছোট ভাই কৃষক মোঃ সুলতান আহমেদ মাদবর জমি বুঝে পেতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। বৈধ সম্পত্তির সকল কাগজ-পত্রাদি ও দলিল এবং বিভিন্ন ভাবে তাকে হয়রানির অভিযোগ তুলে ধরে গনমাধ্যম কর্মীদেরকে দারস্থ হয় সুলতান আহমদ মাদবর।
স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় ভাই আওয়ামী লীগ নেতা মোঃ মোরশেদ আলম (চাঁন মিয়া) মাদবর ক্ষমতার প্রভাব খাটিয়ে ছোট ভাই কৃষক মোঃ সুলতান আহমেদ মাদবরের সম্পত্তি দখলে রেখে আত্মসাৎ করতে গিয়ে একদফা ওই জমিতে রোপরকৃত সরিষা জ্বালিয়ে দেন। একাধিকবার মারধরও করেন ছোট ভাই সুলতান মাদবরকে৷ এতে করে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে একচেটিয়া দাপুটে এই নেতা মোরশেদ আলম চান মিয়া মাদবর এখনো দাপটের সাথে ভাইয়ের জমি দখলে মরিয়া হয়ে উঠেছেন।
স্থানীয়রা আরো জানান, মৃত আব্দুল মান্নান মাদবর তার বড় ছেলে খোরশেদ মাদবরকে ১৯৬৬ সালে ১৫৭ শতাংশ জমি লিখে দেন। পরবর্তীতে ছেলে খোরশেদ মাদবর তার বাবা আব্দুল মান্নান মাদবরের নির্দেশে তার আপন নাবালক ৩ ছোট ভাইয়ের নামের সমান ভাগে ভাগ করে ১১৮ শতাংশ জমি হেবা করে লিখে দেন। তবে সেই জমি এখন আত্মসাতের চেষ্টা চালাচ্ছে সেই সময় নাবালক থাকা ৩ ভাইয়ের মধ্যে বড় ভাই মোরশেদ আলম চান মিয়া মাদবর। এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সুলতান মাদবর জানান, বাবা আমাদের ৩ ভাইকে সমান ভাগে জমি জমা ভাগ করে দিলেও আমাদের মেজু ভাই মোরশেদ হোসেন চাঁন মিয়া জোরপূর্বক ওই জমি দখলে রেখে আত্মসাৎ করছে৷ এতে করে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছে। প্রায় সময় গর্ভীর রাতে আমার বসতঘরে সন্ত্রাসী পাঠিয়ে আমাকে পুরো পরিবার সহ হত্যার চেষ্টাও করেছে একাধিকবার। এসব বিষয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনরুপ সহযোগী পাইনি৷ এমন অবস্থায় পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় দিন কাটাতে হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোরশেদ আলম চান মিয়া মাদবর বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্যহীন ও মিথ্যা।
দিঘীরপাড় ফাড়ির এস আই মোঃ ইমরান জানান, লিখিত অফিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
আপনার মতামত লিখুন :