নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল মোল্যর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাকিল মোল্যার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামে আসেন।
পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি নিহতের বাড়ীতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন। নিহত রিক্সা চালক বাবু মোল্যা পরিবারের অভাব অনটন মেটাতে রিক্সা চালাতে ঢাকা যান।
গত ১৯ জুলাই রিক্সা চালাতে গিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের মাঝে পড়লে পুলিশের গুলিতে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন ২০ জুলাই নিহতের মরদেহ গ্রামের বাড়ী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর নিয়ে আসা হয় এবং দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছে নিহতের স্ত্রী। এছাড়া নিহত মাওলানা নাইমুল ইসলামের গোপালগঞ্জ শহরের বাড়ীতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল মোল্যা সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন এখন তাদের পরিবারের খাঁজ নেয়া আমাদের দায়িত্ব। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। তাদের পরিবার যেন চলতে পারে সেজন্য তাদের সহযোগীতা করা হবে। সেই সাথে শহীদ ও আহতদের তালিকা তৈরীর কাজ চলছে। এটি দ্রুত শেষ করা হবে।
শাকিল মোল্য, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নর্দান ইউনিভারসিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :