• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশের সময় : মে ১০, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন / ১২
বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন। তিনি বলেন, বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে।