• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

বৈরি কর্মপরিবেশ,থেমে নেই চতুর্থ দিনে বিধি-নিষেধ বাস্তবায়নে দায়িত্ব পালন


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২১, ৯:৫৯ অপরাহ্ন / ১৯৮
বৈরি কর্মপরিবেশ,থেমে নেই চতুর্থ দিনে বিধি-নিষেধ বাস্তবায়নে দায়িত্ব পালন

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা: চতুর্থ দিনেও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সমগ্র ঢাকা শহরে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বর্ষা মৌসুম, পর্যাপ্ত বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক। কিন্তু রাস্তাঘাট যাদের কর্মস্থল তাদের কাছে সেই স্বাভাবিক পরিবেশও বৈরি হয়ে ধরা দেয়।

প্রবল বৃষ্টিতে মাথায় ছাতা নিয়ে, কেউ বা রেইনকোট পরে এবং ক্ষেত্রবিশেষে হালকা বৃষ্টিকে উপেক্ষা করেও সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সমগ্র মেট্রোতে অসংখ্য চেকপোস্ট স্থাপন, জোরালো টহল, অলিগলিতে নজরদারি, ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতার উদ্দেশ্য একটাই যাতে করে আমাদের এই প্রিয় স্বদেশ বাংলাদেশ এই করোনা ঢেউকে মোকাবেলা করে আবার হাসিতে ভরে উঠতে পারে।

যথাযথ বিধি-নিষেধ মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন নিজ পরিবার ও দেশকে। করোনা ঝড় সামলে দ্রুত প্রাণচঞ্চলতায় ভরে উঠুক আমাদের এ দেশ।