
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার — বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসন -এর লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড় বাজারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস -এর যৌথ আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়। অবৈধভাবে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথ ঝুঁকিপূর্ণ বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
এ সময় মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেবগাতুল্যাহ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন, রাঘদী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক আলোচনা সভা শেষে সম্প্রতি লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিহত মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের তিন ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ ১০ হাজার টাকার চেক প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ।
আপনার মতামত লিখুন :