সোহাগ হোসেন,শার্শা, যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ জাইদা খাতুন (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক জাইদা বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের আলী হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সরবাংহুদা গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নীচে থেকে ৬ কেজি গাঁজা সহ জাইদাকে করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালত পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :