সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে বুড়িমারী স্থলবন্দর হলরুমে নবগঠিত সিএন্ডএফ এসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় সভাপতি মোঃ সায়েদুজ্জামান সায়েদ এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি। এসময় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যডভোকেট মোঃ মতিয়ার রহমান, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তরুণ ব্যবসায়ী মোঃ মাহমুদুল হাসান সোহাগ বলেন পিছিয়ে পড়া স্থলবন্দটির বহুমুখী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণ সহ ব্যবসায়ীক স্বার্থ রক্ষায় আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
আপনার মতামত লিখুন :