কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার আয়োজনে -এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের হাজার-হাজার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিগন এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
মানববন্ধনে গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ওসামা আমিন তার বক্তবে বলেন, পৃথিবীর সমস্ত মুসলমান নিজের জীবন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ভালো বাসেন। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) আনহাকে নিয়ে অশালিন বক্তব্য দিয়ে পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমানকে ব্যথিত করেছেন। তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। অনতিবিলম্বে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই আন্দোলন অব্যাহত থাকবে। গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ওসামা আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরিদ আহম্মেদ, গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী নুরুল ইসলাম, বেফাকুল মাদারিসিল কওমিয়া গহরডাঙ্গার মহাসচিব মাওলানা সামচুল হক, গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মুহাতামিম মাওলানা হাফিজুর রহমান, ভবানীপুর মাদ্রাসার মহিববুল হক প্রমূখ।
পরে মানববন্ধনে অংশ নেওয়ার মুসল্লিগণ নূপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করেন।
আপনার মতামত লিখুন :