নিজস্বপ্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আবু সাঈদ প্রধান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোরে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর আগে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
আবু সাঈদ প্রধান মৃত্যুকালে তিনজন ছেলে সন্তান ও ছয়জন কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, মরহুম আবু সাঈদ প্রধান সাংবাদিক ইকবাল মজুমদার তৌহিদের চাচা শ্বসুর।