
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শনিবার (৪ মে) মাগরিবের নামাজ আদায়ের পর গোপালগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, জেলার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স “এ্যাডভান্স জামান সেন্টার” ও “এনআরবি ব্যাংক” -এর স্বত্বাধিকারী এবং একাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিম খানার নির্মাতা এম. বদিউজ্জামান গোপালগঞ্জ এলজিইডি’র মোড় সংলগ্ন তার নিজ বাস ভবন সুফিয়া ভবনে বিশাল এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের বড় হজুর মুফতি হাফিজুর রহমান।
দোয়ার অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন মুন্সী রাকিবুজ্জামান রাকিব। অনুষ্ঠানে সকল মসজিদ-মাদ্রাসার এতিম, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তার আত্মীয় স্বজন সহ প্রায় ১ হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মহফিল শেষে এম বদিউজ্জামান সকলের কাছে মাফ চেয়ে বলেন, আমার বয়স হয়েছে কখন আল্লাহর পাকের ডাকে সাড়া দিয়ে চলে মেতে হবে তা জানিনা, আমি যদি কখনো কোন ভুল, অন্যায় কিছু করে থাকি বা আমার কথায় ও কাজে কেউ কোন কষ্ট পেয়ে থাকলে আপনারা মেহেরবানী করে আমাকে ক্ষমা করে দিবেন। তিনি উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :