• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিরল রোগে আক্রান্ত শার্শার শিকার পুরের আতিয়ার, তাকে বাঁচাতে সাহায্যর প্রয়োজন


প্রকাশের সময় : জুন ২, ২০২২, ১১:২২ অপরাহ্ন / ১৬৫
বিরল রোগে আক্রান্ত শার্শার শিকার পুরের আতিয়ার, তাকে বাঁচাতে সাহায্যর প্রয়োজন

আজিজুল ইসলামঃ বিরল রোগে আক্রান্ত হয়েছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর পশ্চিমপাড়া মুক্তদাহ খামারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আতিয়ার রহমান। তার দুই ছেলে ও স্ত্রী নিয়ে ছোট্ট সংসার। চলছিলো ভালোই। কিন্তু এখন থেকে আঠারো বছর পূর্বে সে বিরল একটি রোগে আক্রান্ত হন। তার শরীরের বিভিন্ন অংশে এমনকি সারা শরীরে গোটা গোটা আকারে ফোড়া আকৃতির মাংশেভরে যায়। এক সময় ঘাঁ আকার ধারন করে। চিকিৎসকরা বলেছেন এলার্জি জাতিয় চর্ম রোগ। ভারতে একটানা ৩ বছর চিকিৎসা করে ভালো হয়নি। বাংলাদেশেও দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে আতিয়ার। খরচ হয়েছে প্রায় ১৫ লাখের মতো। রোগ নিরাময় হয়নি। মাঠে দুবিঘা ধানি জমি চিকিৎসা করাতে বিক্রী হয়ে গেছে। আছে শুধু ভিটে টুকুন। দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। হৃদয়বান ধনী বিত্তশালীরা এগিয়ে আসলে একটি পরিবার উপকৃত হতো। আতিয়ারের মোবাইল ও বিকাশ নং- 01758 -120679 এ কথা বলে সাহায্য পাঠাতে অনুরোধ করা হলো। মানুষ মানুষের জন্য। আতিয়ারের সাহায্যে প্রবাসিরাও এগিয়ে আসতে পারেন।