নিজস্ব প্রতিবেদক, যশোরঃ বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে, যশোরের শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে শাওন খানের (২৮) বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।শুক্রবার ওই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এ মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি শাওন খান বিদেশে (ওমানে) থাকা অবস্থায় এক আত্মীয়ের মাধ্যমে ওই নারীর পরিচয় হয়। আসামি ওই নারীকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়। ওই নারী বিয়ের প্রস্তাবে রাজি হয়। শাওন খান ওমান থেকে শার্শায় তার বাড়ি এসে প্রতিনিয়ত ওই নারীর সঙ্গে যোগাযোগ করে। ২৩ সেপ্টেম্বর শাওন যশোর শহরের শংকরপুরে এক বাড়িতে দেখা করার কথা বলে ডেকে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে শাওন রামনগর রাজারহাট এলাকার একটি বাড়িতে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।
সর্বশেষ ২২ অক্টোবর একই কথা বলে শারীরিক সম্পর্ক করে। এর ফলে বর্তমানে ওই নারী এক মাসের অন্তঃসত্তা হয়ে পড়েন। কিন্তু এখন আর শাওন তাকে বিয়ে করতে রাজী হচ্ছে না। বিয়ে না করায় ওই নারী তার পরিবারকে জানায়। পরিবারের পক্ষে তার বাবা কোতয়ালি থানায় এ মামলা করেন।
আপনার মতামত লিখুন :