নিজস্ব প্রতিনিধিঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। শুক্রবার দুপুরে মন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের কৃতি সন্তান নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য।