নিজস্ব প্রতিবেদক, কোটালীপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেছেন, ‘নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে হতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারন করে জাতীয় যুব দিবস-২০২৪ ইংউদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন। আজ দশটায় উপজেলা চত্বরে একটি রেলি বের করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন সহ গুণীজন, সুধীজনরা।
আলোচনা সভা শেষে ১৩জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৯ লক্ষ ৭০ টাকার ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :