• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্পসহ জাল বাংলাদেশী কোর্ট ফি তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২১, ১০:৪৮ অপরাহ্ন / ১৭৪
বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্পসহ জাল বাংলাদেশী কোর্ট ফি তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

মনিরুজ্জামান অপূর্ব : রাজধানী তাঁতী বাজার এলাকা হতে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশী কোর্ট ফি তৈরির সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম সিকদার (৩৩) এবং আঃ রহমান হাওলাদার (২২) র‌্যাব-১০ এর একটি টিম আজ সকাল ৭ টার দিকে রাজধানী তাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে।সে সময় তাদের কাছ থেকে ৬১, ৫৬০০০ টাকা সমমূল্যের ৪০,৮০০ টি ২০ টাকার জাল কোর্ট ফি ৫,৩৪,০০০ টি এবং স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করে। র‌্যাব জানায় বহুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি তৈরি করে বিক্রি করে আসছে। তারই তথ্যের ভিত্তিতে আজ র‌্যাব অভিযান চালায়।

র‌্যাব আরো জানায়, আসামিদের বিরুদ্ধে এর আগেও জাল নন জুডিশিয়াল স্ট্যাম তৈরী ও সরবরাহ করার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যারা জালিয়াতি কর্মকান্ড করে এবং চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।