• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ৪:১৭ অপরাহ্ন / ১৪০
বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সরওয়ার কামাল ও মোঃ আরিফুল ইসলাম।

গত শনিবার (২৫ জুন ২০২২) দিবাগত রাত ৩:৪৫ টায় মুগদা থানার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

মুগদা থানার ওসি তদন্ত মোঃ কামরুল হোসাইন জানান, কয়েকজন মাদক কারবারি মুগদা থানার টিটিপাড়া মোড়ে স্টার লাইন বাস কাউন্টারের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মুগদা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১৫০০ পিস ইয়াবাসহ সরওয়ার ও আরিফুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।