শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) গাজীপুরের শ্রীপুরে ৫ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ নাজিম উদ্দীন, সদস্য সচিব আব্দুল বাতেন বাচ্চু ও ৩ জন সদস্য নিয়ে মোট ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই আহ্বায়ক কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটির অন্যরা হলেন- মোঃ মহিদুল আলম চঞ্চল, মোঃ আল-আমিন, কনিকা আক্তার।