
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিগত সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা থানার মামলা নং ৫৮(১২)১৭ হতে তাকে অব্যাহতি দেন বিচারিক আদালত। উক্ত মামলায় অব্যাহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন নিয়ে এমপি পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই তিনি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ নির্বাচনী এলাকায় সকল শ্রেণি- পেশার মানুষের সাথে উঠান বৈঠক, সভা-সমাবেশ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।
এদিকে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পাওয়ায় গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :