• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

বিএনপির নেতা ইশরাকের উপর হামলাকারী গ্রেপ্তার


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ২:৫২ অপরাহ্ন / ৮০
বিএনপির নেতা ইশরাকের উপর হামলাকারী গ্রেপ্তার

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ইমতিয়াজ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে জনিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন জনির স্ত্রী শাহনাজ মুক্তা। জনির স্ত্রী জানান, গত কয়েকদিন ধরে মামলা তুলে নেয়ার জন্য ফোনে জনিকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিল। জনির নামে কোনো মামলা নেই বলেও জানান তার স্ত্রী মুক্তা।

যাত্রাবাড়ী থানার ওসি জানান, গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের দিন গোলাপবাগে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় সন্দেহভাজন হিসেবে জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ইশরাকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর আদালতে মামলা করা হয়। ওই মামলার বাদী ছিলেন জনি।

এদিকে এই ঘটনার পর বিএনপি নেতা ইশরাক হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে জনিকে তুলে নেয়া হচ্ছিলো। সেই সঙ্গে একটি স্ট্যাটাসও দেন তিনি।