• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

বিআরটিসির মেকানিক আফতাব উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ৮:৩২ পূর্বাহ্ন / ৫৯
বিআরটিসির মেকানিক আফতাব উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিআরটিসির মেকানিক আফতাব উদ্দিন চৌধুরীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। অর্থ ঋণ আদালতের একটি মামলায় ২০২৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।ওই মামলায় তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সিলেট মহানগরীর কুতুব উদ্দিন চৌধুরীর ছেলে আফতাব উদ্দিন চৌধুরী ২০০৪ সালে বিআরটিসিতে চালক পদে চাকুরী নেন। পরবর্তীতে মেকানিক্যাল পদে চাকরি নেন। বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ রেজি নং-বিএ ২০১৫ (সিবিএ) স্বঘোষিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলে নিজেকে প্রকাশ করতে থাকেন। সূত্রে আরো জানা যায়, সাধারণ সম্পাদক বলে নিজেকে প্রকাশ করায় বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিআরটিসির ড্রাইভার, কন্ডাক্টর এবং কারিগরদের পছন্দের জায়গায় বদলী করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধ পন্থায় অর্থ লেনদেনের ব্যাপক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বিআরটিসির বিভিন্ন ডিপোতে শাখা কমিটি দেয়ার নামে বিভিন্ন কর্মচারীদের কাছ থেকে পদ পদবি দেয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে আরো জানা যায়, আফতাব উদ্দিন চৌধুরীর বাবা ছিলেন সামান্য বেতনের একজন কর্মচারী অথচ আজ তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এমনকি তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র গুলো জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও জানা গেছে। এব্যাপারে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তলব করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। অন্যদিকে, জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনে কারনে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে রয়েছে অভিযোগ।

এছাড়াও বিআরটিসি’র চেয়ারম্যানের বরাবর আফতাব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রয়েছে ব্যাপক অভিযোগ। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছেও রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ।

এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।