নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)'র নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি দিয়ে নানাবিধ আক্রমনাত্বক, মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। যা একটি সরকারী প্রতিষ্ঠানের ভাবমুর্তি ও সুনাম নষ্ট করার জন্য যথেষ্ট।
এ সকল অপপ্রচার রোধ করার জন্য ২ জানুয়ারি বিআরটিসির কল্যাণপুর বাস ডিপোর ম্যানেজার মোঃ শাহরিয়াল বুলবুল নিজে বাদী হয়ে ৭টি ভুয়া ও ফেক ফেসবুক (শান্তির পায়রা, বিআরটিসি'র অনিয়ম, বিআরটিসির ড্রাইভার সংঘটন, বিআরটিসির দুর্নীতি, বিআরটিসি রাঘব বোয়াল, বিআরটিসি লুটপাট এবং বিআরটিসির অনিয়ম-দুর্নীতি) আইডি'র বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে সাইবার নিরাপত্তা ২০২৩ আইনের ২৫(১)(খ)/২৭(১)(গ) ২৯ ধারায় মামলা করেন।
যার পিটিশন মামলা নং-৩/২০২৪)
আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্যে সিআইডিকে অর্পণ করে। সিআইডি'র তদন্তের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটন হবে এবং দোষী ব্যাক্তিরা আইনের আওতায় আসবেন
বলে আশা করছে বিআরটিসি'র কর্মকর্তা-কর্মচারীগণ।