বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ মো. তাজুল ইসলাম (অতি: সচিব) বিআরটিসি’র চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে শত প্রতিকুল পরিবেশ থাকা অবস্থায় নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে সততা, দক্ষতা, প্রজ্ঞা, মেধা ও সময়োপযোগী সাহসী ভূমিকা এবং তার ঐকান্তিক প্রচেষ্টার এই প্রথম শ্রান্তি বিনোদন ভাতা পেলেন বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমান চেয়ারম্যানের আন্তরিকতার কারনেই এই প্রথম বারের মতো বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য শ্রান্তি বিনোদন ভাতা চালু করা হয়েছে।
গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার বিআরটিসি’র তেজগাঁও ট্রেনিং ইনিস্টিটিউট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও বিআরটিসি’র চেয়ারম্যান মো : তাজুল ইসলাম (অতি: সচিব) প্রথম ধাপে কর্মকর্তা-কর্মচারীদের হাতে এ শ্রান্তি বিনোদন ভাতার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মুজুমদার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিসি’র পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান, পরিচালক (কারিগরি ও অপারেশন) কর্নেল জাহিদ হাসান, মহাব্যবস্থাপক (হিসাব) আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন ও পার্সোনেল ) মো. সাইদুর রহমান, মহাব্যবস্থাপক (অপারেশন ও প্রশিক্ষন) মেজর মো. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা খাতুনসহ অন্যান্যরা ।
আপনার মতামত লিখুন :