খুলনা অফিসঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ে পিটি আই সভাপতি বিবেক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য মিলন বৈরাগী, বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য অনুপ মন্ডল, সোহাগ শেখ, প্রধান শিক্ষিকা জবা রাণী দে এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যনেজিং কমিটির সদস্য সুজন বালা, মিতালী সরকার, কাকলী সরকার, প্রিয়া সরকার, গোপাল বালা, রত্না বিশ্বাস, মোঃ রবিউল গাজী, কাকলী রায়, নুর জাহান, সহকারি শিক্ষিকা কেয়া রায়, কল্পনা গাইন, মিলটন ঢালী, জুইবেগম, শ্রবন্তী বালা, হালিমা গাজী, টিটু মন্ডল, শরিফ মোড়ল প্রমূখ। খেলাধুলা ও সাংস্কৃতিক তেতত্রিশ টি ইভেন্টের বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরুস্কৃত করা হয়।
আপনার মতামত লিখুন :