নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ বাবা ছিলেন বিএনপির সন্ত্রাসী বাহিনীর ক্যাডার ছেলেও সেটা পুঁজি করে করছে নানা অপকর্ম। সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের দোলুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বলে পরিচিত টিকরামপুর গ্রামের মঙ্গল মন্ডল (পিতা কার্তিক) মন্ডল।
মঙ্গলের পিতা কার্তিক মন্ডল ছিলেন বিএনপির সন্ত্রাসীর ক্যাডার কয় এক বছর আগে এই মঙ্গলের পিতা কার্তিক মন্ডলের কাছ থেকে RAB কিছু অস্ত্র উদ্ধার করেছিলেন সে অপকর্ম পুঁজি করে এই কার্তিকের ছেলে মঙ্গল ও তার ছোট ভাই এলাকায় চালান রাজত্ব এমনই অভিযোগ এলাকাবাসীর।
এ ব্যাপারে তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের দোলুয়া এক আওয়ামী লীগ নেতা জানায়, এটা তো নতুন কিছু না এই বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গল পিতা কার্তিক গ্রাম টিকরামপুর তার পিতা কার্তিক মন্ডল ছিলেন বিএনপির নামধারী ক্যাডার এবং সন্ত্রাসী বাহিনীর প্রধান কয়েক বছর আগে এই মঙ্গলের পিতা কার্তিক মন্ডল কাছ থেকে অস্ত্র উদ্ধার করে র্যাব সেই অস্ত্র উদ্ধারের পরে তার চোখ মুখ বেঁধে ঘোরানো হয় দলুয়াবাজারে প্রতিটা অলিতে গলিতে। এসব অপকর্ম ব্যবহার করে মঙ্গল ও তার ছোট ভাই চালান এলাকায় রাজত্ব এবং করেন নাশকতার পরিকল্পনা। তার একটা ভাই আছে কিছুদিন আগেও মাদক কিনতে যেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় এদের বিষয়ে আমরা কিছু বলতে গেলেই আমাদের ওপার তার ক্যাডার বাহিনী দিয়ে চালানো হয় হামলা। তিনি আরো জানান এই মঙ্গলের একটা মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছিল এবং সে নিয়মিত বাইরে থেকে লোক এনে এলাকায় বসান নিশার রাজত্ব এই যুব সমাজের কিছু উঠতি বয়সের ছেলেদেরও এই মঙ্গল নষ্ট করে ফেলছে আমার এলাকায় বাঁশি উক্ত এ বিষয়টি পুলিশ প্রশাসন ও উর্দ্ধতন কর্মকর্তা হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গলের কাছে জানতে চাইলে তার ব্যবহৃত ফোন নাম্বারের যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি
আপনার মতামত লিখুন :