• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে অন্য বাড়িতে নিয়ে যান স্বামী : লালমনিরহাটে স্ত্রীকে ধর্ষণে সহায়তার অভিযোগে স্বামী আটক


প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৩, ৫:০৯ অপরাহ্ন / ৭৮
বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে অন্য বাড়িতে নিয়ে যান স্বামী : লালমনিরহাটে স্ত্রীকে ধর্ষণে সহায়তার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণে সহায়তার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গৃহবধূর পরিবার মৌখিক অভিযোগ করলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এ এস আই আমজাদ হোসেন।

নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, বুধবার রাতে আমার স্বামী বলেছে চল তোমার বাবার বাড়িতে তোমাকে রেখে আসি। এরপর বাড়িতে না নিয়ে গিয়ে জোর করে অন্য এক বাড়িতে ওঠান। পরে আমার সাথে স্বামী মেলামেশা করে। এরপর জামাল নামে ছেলের সঙ্গে দৈহিক মেলামেশার কথা বলেন। তাতে আমি রাজি না হলে স্বামীর সহযোগিতায় জামাল আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরিবারের সদস্যরা বলেন, হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশায় তার বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী। পরে বাবার বাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের লোকজন হাতীবান্ধা থানায় মৌখিক ভাবে অভিযোগ করলে স্বামীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে রাতে হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।থানার ডিউটি অফিসার এ এস আই আমজাদ বলেন, গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।