• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাসায় র‌্যাব সদস্য : ঘুমন্ত অবস্থায় দগ্ধ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন / ১৬৬
বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাসায় র‌্যাব সদস্য : ঘুমন্ত অবস্থায় দগ্ধ

এম রাসেল সরকারঃ বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় র‍্যাবের এক সদস্যসহ দু’জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর সদস্য অভিজিৎ সিং (২৮) ও টুম্পা রানী দাস (২২)। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দগ্ধদের বন্ধু জনি জানান, অভিজিৎ সিং র‌্যাব-১১-এর সদস্য। ছুটিতে থাকা অবস্থায় গতকাল তার এক বান্ধবীকে নিয়ে নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে আগুনে দগ্ধ হন তারা। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, অভিজিৎ সিংয়ের শরীরের ৯০ শতাংশ ও টুম্পা রানীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, র‍্যাব-১১-এর সদস্য অভিজিৎ ছুটিতে ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে তার অবস্থা আশঙ্কাজনক।