কলি আক্তার,মোরেলগঞ্জ,বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়হান সরদার বাবু (২৪) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামের কামাল সরদার ওরফে কালুর একমাত্র সন্তান বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় তার শয়ন কক্ষে।
বাবুর বিছানায় মরদেহের কাছে ৩০পিচ ঘুমের ট্যাবলেটের খোসা পাওয়া গেছে বলে তার বাবা জানিয়েছেন। বাবু মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বাবুর মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ পোস্ট মর্টেম করানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
আপনার মতামত লিখুন :