• ঢাকা
  • সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন / ৩৫
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কলি আক্তার, মোরেলগঞ্জ, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি  হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই-আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা  ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিশা খানম।

শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান। দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় প্রাণিসম্পদের সঙ্গে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারিসহ ডেইরিফার্ম মালিকদের নিয়ে এ প্রদর্শনীতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এম. এমদাদুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লুনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।